Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিনা রাসেলের গানচিত্র ‘চোখের ভেতর’


৬ জানুয়ারি ২০২১ ২০:০৭

প্রকাশ পেয়েছে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী টিনা রাসেলের গানচিত্র ‘চোখের ভেতর’। নিজের ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর রাতে এটি উন্মুক্ত করেন টিনা। জুটি প্রোডাকশনের ব্যানারে এটি প্রকাশ হয়।

জুলফিকার রাসেলের গীতিকবিতায় গানটির সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘মহামারির একটি বছর ঘরবন্দি সময় কাটালাম। প্রশান্তি এটুকুই, সুস্থভাবেই কেটেছে। বলতে পারেন সেই তৃপ্তির প্রতিধ্বনি রয়েছে আমাদের এই গানে। সেই ভাবনা থেকেই বছরের একদম শেষক্ষণে এসে নতুন বছরের উপহার হিসেবে গানটি প্রকাশ করলাম। আমার বিশ্বাস, গানটির রেশ ধরে শ্রোতামনে প্রশান্তি ছড়াবে নতুন বছরে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এর আগে টিনা রাসেল সম্প্রতি পুরস্কৃত হয়েছেন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি ঘরে তোলেন টিনা।

পাশাপাশি তিনি আলোচনায় থাকেন একাধিক গান রিমেক করে এবং নাগরিক টেলিভিশনে ‌‘গানবাক্স’ ও একুশে টেলিভিশনের ‘‌স্যান্ডালিনা রূপ-লাবণ্য’ অনুষ্ঠান দুটি উপস্থাপনা করে। ঘরবন্দি সময়ে সরব ছিলেন ফেসবুক লাইভ শোয়ের মাধ্যমেও।

টিনা রাসেল জানান, নতুন বছরে প্রকাশ পাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার একাধিক গানচিত্র।

চোখের ভেতর টিনা রাসেল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর