Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রকাশিত হলো ইমরান-আনিসা’র ‘যদি একদিন’


৫ জানুয়ারি ২০২১ ২০:০৪

আবারো একসঙ্গে জুটি বাঁধলেন সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান ও ‘চ্যানেল আই সেরাকন্ঠ’ দিয়ে পরিচিত পাওয়া কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। নতুন বছরকে সামনে রেখে এই দুই শিল্পী প্রকাশ করেছেন তাদের নতুন গান—‘যদি একদিন’। গানের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান নিজেই। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকশনে চিত্রায়ন হয়েছে গানটির মিউজিক ভিডিওর। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই দুই শিল্পীকে।

বিজ্ঞাপন

ইমরান বলেন, আনিসার সঙ্গে আমার বেশ কিছু কাজ হয়েছে। সে চমৎকার গায়। গত বছরের শুরুতে প্রকাশিত হওয়া আমাদের ‘মেঘের খামে’ গান ভিডিওটি অনেক ভালো সাড়া পেয়েছি। সেই গানটি গল্পভিত্তিক হলেও নতুন এই ‘যদি একদিন’ গানটি নির্মিত হয়েছে একদম গ্ল্যামার বেইজড।

আনিসা বলেন, ‘যদি একদিন’ গানটির অডিও বেশ আগেই প্রকাশিত হলেও ভিডিও তৈরি করতে একটু সময় লেগেছে। অডিও গানটির মত ভিডিওটিও দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে আশা করছি।

আনিসা ইমরান যদি একদিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর