Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমান্সে মাতবেন রোশান-দর্শনা


৫ জানুয়ারি ২০২১ ১৮:৩৮

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক। এর আগে টালিগঞ্জ, তেলেগু ও বলিউডের সিনেমায় অভিনয় করেন তিনি। দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ জিয়াউল রোশানের বিপরীতে জুটি হয়েছেন দর্শনা। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপন।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় রোশানের বিপরীতে একজন মেডিকেল অফিসারের ভূমিকায় দেখা যাবে দর্শনাকে। অন্যদিকে নেভীর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার চরিত্রে অভিনয় করেছেন রোশান।  এ দুই তারকা রুপালি পর্দায় রোমান্সে মেতে উঠবেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে দর্শনা বলেন, সুন্দরবনে খুব কঠিন পরিস্থিতিতে আমরা ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং করেছি, অনেক অ্যামেজিং একটা মুভি। আশা করছি ছবিটি আপনাদের ভালো লাগবে।

রোশান বলেন, ভিন্নধর্মী অ্যাকশন, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এতে অভিনয় করতে গিয়ে আমি যতটা অবাক হয়েছি। ততটাই আপনারাও সিনেমাহলে গিয়ে অবাক হবেন।

সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিক।

সিনেমাটিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। শিগগিরই ছবির টিজার প্রকাশ হবে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

এর আগে দর্শনা কমলেশ্বর মুখার্জির ‘মুখোমুখি’, অরিন্দম শীলের ‘আসছে আবার সবর’, অঞ্জন দত্তের ‘আমি আসবো ফিরে’, সৌমিক চ্যাটার্জির ‘ল্যাবরেটরি’, অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু ২’, রাজীব বিশ্বাসের ‘প্রতিঘাত’ সিনেমাগুলোতে অভিনয় করেছিলেন।

বিজ্ঞাপন

অপারেশন সুন্দরবন জিয়াউল রোশান দর্শনা বনিক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর