Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান


২ জানুয়ারি ২০২১ ১৮:২৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২১ ১৮:৪৫

জাতিসংঘের শরণার্থী সংস্থার ‘ইউএনএইচসিআর’-এর বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতিসংঘের শরণার্থী সংস্থা বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস। এর আগে বাংলাদেশের অনেক তারকাই জাতিসংঘের নানা সংস্থার সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করলেও এবারই প্রথম কোনো বাংলাদেশিকে দূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ‘ইউএনএইচসিআর’। আন্তর্জাতিক সংস্থাটির জন্য আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন তাহসান। ২০১৯ সাল থেকেই তাহসান শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ‘ইউএনএইচসিআর’-এর সাথে কাজ করে চলেছেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে তাকে আজ (শনিবার) শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দিলো জাতিসংঘ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তাহসান বললেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব বলে মনে করছি।’ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারকেও ধন্যবাদ জানান তাহসান খান।

 

উল্লেখ্য, বাংলাদেশে ‘ইউএনএইচসিআর’-এর কাজ শুরু হয় ১৯৭১ সালে শরণার্থী বাংলাদেশীদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনার মাধ্যমে। চলমান রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে সংস্থাটির বাংলাদেশের কার্যক্রম এখনও বিদ্যমান। সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে। তারা তাদের জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। সেই তালিকায় যুক্ত হলেন তাহসান খান।

বিজ্ঞাপন

ইউএনএইচসিআর জাতিসংঘের শরণার্থী সংস্থা জাতিসংঘের শুভেচ্ছা দূত তাহসান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর