নতুন বছরে প্রত্যাশা আগের রূপে ফিরবে ঢালিউড
১ জানুয়ারি ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১ জানুয়ারি ২০২১ ১৯:০১
মাত্র শেষ হলো ২০২০। করোনার কারণে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি স্থবির হয়ে গিয়েছিল। ৭ মাস হল বন্ধ থাকা, স্বাধীনতার পর সবচেয়ে কম সংখ্যক ছবি মুক্তি, তেমন কোন ছবি নতুন করে নির্মিত না হওয়াসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল ইন্ডাস্ট্রি। সে ইন্ডাস্ট্রি কি ঘুরে দাঁড়াবে? পারবে আগের স্রোতে ফিরে যেতে। সংশ্লিষ্টরা ‘মে-জুন’ মাস নাগাদ আবার আগের রূপ ফিরে পাবে ঢালিউড।
প্রযোজক সমিতি ২০২০ সালে চলচ্চিত্রের নানান সমস্যা নিয়ে সরকারের নানা মহলে ধর্ণা দিয়েছে। বিনিময়ে পেয়েছে প্রতিশ্রুতি, আশ্বাস—যার অনেকগুলোই বাস্তবায়নের পথে। প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সারাবাংলাকে বলেন, ‘গণমানুষের প্রায় সবাই যখন করোনার ভ্যাকসিনের আওয়াতায় আসবে, তখন আশা রাখি সব কিছু স্বাভাবিক হবে। আর স্বাভাবিক হলেই না মানুষ সিনেমা হলে যাবে ছবি দেখতে।’
‘আমরা আশা করছি মে-জুন মাস নাগাদ ভ্যাকসিন আসার পর ঢালিউড ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে শুরু করবে। তাছাড়া সরকারি প্রণোদনার ১ হাজার কোটি টাকারও ছাড় হয়ে যাবে। হলগুলো সংস্কার শুরু হবে। নতুন করে হল নির্মিত হবে। তাছাড়া এ বছর বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ হবে। এটিও ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় অর্জন হবে।’
‘দেশা: দ্য লিডার’খ্যাত পরিচালক সৈকত নাসির নতুন বছরে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে গুরুত্ব দিতে চেয়েছেন। তিনি বলেন, ‘গত বছর একদমই কাজ হয়নি, তা না। বরং হয়নি হয়নি বলেও কিন্তু প্রচুর কাজ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ওটিটিগুলো আমাদের কনটেন্টের চেয়ে অন্যদেশি কনটেন্টে বেশি জোর দিচ্ছে। কিন্তু আমাদের প্রত্যাশা থাকে তারা দেশি কনটেন্টেও বেশি গুরুত্ব দিবে।’
সৈকত চলচ্চিত্রের শুটিংয়ের বিভিন্ন ইস্যুতে সরকারি বিভিন্ন নিয়মাবলী সহজ করার কথাও বলেন। তিনি বলেন, ‘আমাদের এখানে অনেক লোকেশনে শুটিং করতে গেলে অনুমতি পাওয়া যায় না। আবার পাওয়াটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। এগুলো সহজ হওয়া উচিত।’
চিত্রনায়ক বাপ্পীর প্রত্যাশা একটু অন্যরকম ‘সিনেমা হলগুলো করোনামুক্ত হোক’। এ কথার মানে কি?
‘করোনার কারণে সিনেমা হলে মানুষ যাচ্ছে না। ফলে নতুন ছবি মুক্তি পাচ্ছে না, একই সঙ্গে নির্মাণও হচ্ছে না। তাহলে করোনার অভিশাপ থেকে মুক্তি তো আমাদের সবার আগে জরুরি’— বলেন।
খোরশেদ আলম খসরু আগের বছর মুক্তির কথা থাকা কিছু ছবির উদাহরণ টেনে বলেন, ‘আমাদের এখানে কিন্তু পাইপলাইনে ২০ থেকে ৩০টা ছবি আছে নির্মাণ হয়ে আছে কিংবা নির্মাণাধীন। ওই ছবিগুলোর অধিকাংশই এ বছরই মুক্তি পাবে। আশা করছি এগুলো মুক্তি পাওয়া শুরু করলে দৃশ্যপট অন্যরকম হবে।’