পিতৃহারা হলেন চিত্রনায়ক জায়েদ খান
৩১ ডিসেম্বর ২০২০ ১৪:৩৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৪:৪৩
ঢাকাই সিনেমার নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বাবা এমএ হক মারা গেছেন। আজ (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন জায়েদ খান নিজেই। তিনি তার বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া কামনা করেছেন।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জায়েদ খানের বাবাকে। গত ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গলায় টিউমার হয়েছিলো। তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করলেন।
শিল্পী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য ও নায়ক জয় চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, আজ দুপুরে গ্রীনলাইফ হাসপাতাল থেকে জায়েদ খানের বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসায়। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে তাকে দাফনের উদ্দেশ্যে পারিবারিক গোরস্তান পিরোজপুর নিয়ে যাওয়া হবে।