Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছর শুরুতে ‘ক্যান্ডি ক্রাশ’ নিয়ে অপূর্ব-মেহজাবিন


৩১ ডিসেম্বর ২০২০ ১৩:৫৪

নতুন বছরের শুরুতে নতুন টেলিছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন টিভি নাটকে সময়ের অন্যতম জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবিন। টেলিছবির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি, শনিবার রাত ৮.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

‘ক্যান্ডি ক্রাশ’ টেলিছবির গল্পে দেখা যাবে, অপূর্ব খুব কৃপণ স্বভাবের। প্রতি পদে পদে হিসেব করে চলে। এক টাকা বাড়তি খরচ হলে অস্থির হয়ে যায়। অন্যদিকে, মেহজাবিন বার বার ফেল করা মেধাহীন মেয়ে। মোটা ফ্রেমের চশমা পরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। অপূর্ব’র গাড়ির সঙ্গে লেগে তার সাইকেলের চাকা নষ্ট হওয়া নিয়ে প্রচন্ড ঝগড়া বাধে। মেহজাবিন বুঝতে পারে অপূর্বর কৃপণতার স্বভাব। এরপর থেকে সে অপূর্ব’র টাকা কিভাবে খরচ করানো যায় সেই ফন্দি করে। নানা মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় কাহিনী।

‘ক্যান্ডি ক্রাশ’ টেলিছবি অপুর্ব টেলিফিল্ম মাছরাঙা টেলিভিশন মেহজাবিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর