Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন এ আর রহমান


২৮ ডিসেম্বর ২০২০ ১৬:৫৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩০

চলে গেলেন এ আর রহমানের মা করিমা বেগম। সোমবার (২৮ ডিসেম্বর) ভারতের চেন্নাইতে মৃত্যু হয় তার। মায়ের মৃত্যুর পর সেই খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেন অস্কার-জয়ী এই সুরকার।

কীভাবে করিমা বেগমের মৃত্যু হল, সে বিষয়ে অবশ্য এ আর রহমান কিছু না জানালেও, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে মনে করছেন সুরকারের গুনমুগ্ধরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার (২৮ ডিসেম্বর) সকালে যখন এ আর রহমান তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেন, তা দেখে মন ভেঙে যায় অনুরাগীদের। জনপ্রিয় এই সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক পোস্টে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। পাশাপাশি এ আর রহমানের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে শোক প্রকাশ করেন সিনেমা জগতের অনেকেই।

উল্লেখ্য, মাত্র ৯ বছর বয়সে মৃত্যু হয় এ আর রহমানের বাবার। ওই সময় এ আর রহমানের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন তার মা করিমা বেগম।

এ আর রহমান মা হারালেন এ আর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর