Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের উদযাপন


২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৪০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৬:৪৯

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ফ্যান তো দুনিয়াজোড়া। বাংলাদেশেও রয়েছে তার অগণিত ভক্ত। তাদেরই কয়েকজন মিলে তৈরি করেছেন ‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’। ফেসবুকভিত্তিক সংগঠনটি এবার ‘ভাইজানের’ জন্মদিনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

রোববার (২৭ ডিসেম্বর) প্রিয় তারকার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে।

‘সালমান খান ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর পক্ষে আয়োজনটি করেন তোফায়েল আহমেদ, ইমতিয়াজ, রাব্বী খান, তুহিন ফারুক, মোহাম্মদ আলী শাহ্‌ ও তানভীর আলম।

রোববার দুপুর বেলা তারা রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সালমানের জন্মদিন উপলক্ষে ছোট এক আয়োজন করেন। সেখানে তারা প্রথমে কেক কাটেন এবং এরপর ৬০ জন পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন।

কেন এ আয়োজন?

আয়োজকদের মধ্য থেকে রাব্বী খান কথা বলেন সারাবাংলার সঙ্গে। তিনি বলেন, ‘‘সালমান খান সব সময় মানবতার কথা বলেন। মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। তিনি ‘বিয়িং হিউম্যান’ নামক সংগঠন চালান। তিনি শিশুদের খুব ভালোবাসেন, আদর করেন। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা গত ৪-৫ বছর ধরে তার জন্মদিনে বিভিন্ন আয়োজন করে থাকি। এবার পথশিশুদের মাঝে খাবার দিয়েছি, এর আগে শীতবস্ত্র বিতরণ করেছি।”

তবে সালমান খান তার বাংলাদেশি ভক্তদের এ আয়োজনের কথা জানেন না বলে জানালেন আয়োজকরা। যেখানে ভালোবাসাটা মুখ্য, সেখানে জানা অজানায় কিছু আসে যায় না। একদিন হয়ত সালমান খানও জেনে যাবেন এ আয়োজনের কথা। তখন তিনি থাকতেও পারেন এ আয়োজনে কিংবা পাঠাতে পারেন শুভেচ্ছা বার্তা।

পথশিশুদের মধ্যে খবার সালমান খান সালমান খান ফ্যানস ক্লাব বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর