Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহতিম শাকিবের বছরে শেষ গান ‘শুধু ভালোবাসি’


২৫ ডিসেম্বর ২০২০ ১৭:০৭

আলোচিত শিল্পী মাহতিম শাকিবের বছরের শেষ গান ‘শুধু ভালোবাসি’র মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এমআর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।

সমুদ্র সৈকত কক্সবাজার নির্মিত ‘শুধু ভালোবাসি’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছে তারেক জামান ও প্রিয়াঙ্কা চৌধুরী। ক্যামেরায় ছিলেন এ আর রাজু, পরিচালনা করেছেন সাইফুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথায় এই প্রথম গান গাওয়ার সুযোগ হয়েছে আমার । এর আগে ওনার বেশ কিছু গান শুনেছি আমি। খুব ভালো লিখেন তিনি। আর রেজয়ান ভাইতো আমার খুব পছন্দের একজন কম্পোজার। আমার বেশির ভাগ গানই তার মিউজিক করা। শুধু ভালোবাসি’ নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হবে।

মাহতিম শাকিব ২০১০ সালে এনটিভির মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। স্কুলে পা ফেলার আগেই কণ্ঠে গান তুলে নিয়েছিলেন তিনি। প্রায় ১২বছর ধরে শুদ্ধ সংগীতের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন মাহতিম।

মাহতিম শাকিব শুধু ভালোবাসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর