Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদককাণ্ডে গ্রেফতার হতে পারেন অর্জুন রামপাল


২২ ডিসেম্বর ২০২০ ১৯:১৫

প্রথমবার জেরার পর সন্তুষ্ট হতে না পারায় দ্বিতীয় দফার জেরার জন্য এনসিবি-র কার্যালয়ে ডেকে পাঠানো হয় বলিউড অভিনেতা অর্জুন রামপালকে। সোমবার (২১ ডিসেম্বর) সকালে এনসিবি-র মুম্বাই কার্যালয়ে হাজিরা দেন এই বলিউড অভিনেতা। জানা গেছে, নিষিদ্ধ ওষুধের জন্য যে প্রেসক্রিপশন তিনি এনসিবির কাছে জমা দিয়েছিলেন, তা জাল প্রমাণিত হলে গ্রেফতার করা হবে রামপালকে।

উল্লেখ্য, ইতিমধ্যেই বলিউডের মাদক সংশ্লিষ্টতায় প্রকাশ পেয়েছিল অভিনেতা অর্জুন রামপালের নাম। গত ৯ অক্টোবর তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার পরপরই অর্জুনকে সমন পাঠিয়েছে এনসিবি। গ্রেফতার করা হয়েছে তার ব্যক্তিগত গাড়ির চালককে। এর আগে মাদক-সহ গ্রেফতার করা হয় অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাইকে। প্রেমিকার ভাইকে গ্রেফতারের পর থেকেই এনসিবির গোয়েন্দাদের সন্দেহের আওতায় বলিউড অভিনেতা অর্জুন রামপাল। জেরা করা হয় তাকেও।

বিজ্ঞাপন

অর্জুন রামপাল ও প্রেমিকা গ্যাব্রিয়েলা

ভারতীয় গণমাধ্যম সুত্রের খবর, গত ১৩ নভেম্বর প্রথম দফার জেরায় অভিনেতা জানিয়েছিলেন, ডাক্তারের পরামর্শেই তিনি ওই ওষুধ খান। মাদকবিরোধী সংস্থার কাছে ডাক্তারের প্রেসক্রিপশনও জমা দিয়েছিলেন রামপাল। মিডিয়াকে বলেছিলেন, তিনি মাদক নেন না। এনসিবির তদন্তে তিনি সহযোগিতা করছেন।

কিন্তু গত ১৬ ডিসেম্বর অর্জুন রামপালকে ফের সমন পাঠায় এনসিবি। ব্যক্তিগত কারণে ছয়দিন সময় চেয়েছিলেন অভিনেতা। সোমবার তিনি সংস্থার অফিসে পৌঁছন। সূত্রের খবর, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক ডাক্তারের কাছ থেকে জাল প্রেসক্রিপশন তৈরি করান রামপাল। সেটাই এনসিবির কাছে জমা দিয়েছেন তিনি। তা সত্যি হলে গ্রেফতার করা হতে পারে অভিনেতাকে। কারণ ওই ওষুধ ন্যাশনাল ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টের অধীনে ‘শিডিউলড ড্রাগ’ হিসেবে চিহ্নিত।

বিজ্ঞাপন

ভারতের সিনেমার তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নড়েচড়ে গেছে বলিউডের বিশ্বাসের সব ভিত। সুশান্তের মৃত্যুর পর প্রথম আলোচিত বিষয় ছিলো রুপালিজগতের স্বজনপোষণ। সেখান থেকে বিষয়টি এসে ঠেকেছে মাদকে! আর মাদক প্রসঙ্গ আসতেই এবার একের পর এক জড়াচ্ছে বলিউডের তাবড় সব রথী-মহারথীদের নাম।

এরইমধ্যে এই মাদক সংযোগে নাম এসেছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা অভিনেত্রী সারা আলী খান, অভিনেত্রী রাকুল প্রীত সিংহের। এরপর প্রকাশ পেল বলিউডের আরেক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম। এমন কি সুশান্তের মৃত্যু মামলার তদন্তভার ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কাছে যাওয়ার পর তদন্তে উঠে এসেছে বলিউডের এ সময়কার সবচেয়ে আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামও। এরপরই দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে ডেকে পাঠানো হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকেও।

অর্জুন রামপাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলিউডে মাদক যোগ সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর