Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ছেলে সন্তান


১১ ডিসেম্বর ২০১৭ ১৩:১৪

 

এন্টারটেইনমেন্ট ডেস্ক

হলিউড অভিনেত্রী জেসিকা এলবা ইতিমধ্যেই দুই সন্তানের জননী। এতেও বুঝি মন ভরছিল না ‘সিন সিটি’ খ্যাত এই তারকার। একটা ছেলে সন্তানের শখ ছিল খুব। বছর দুয়েক আগে সেই ইচ্ছের কথা সংবাদ মাধ্যমকেও বলেছিলেন তিনি। এবার বোধহয় তার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে কয়েক মাস বাদেই ছেলে সন্তানের মুখ দেখবেন তিনি।

জেসিকার স্বামী ক্যাশ ওয়ারেনও এই খবরে বেশ খুশী। মেইল অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এলবার উচ্ছ্বসিত প্রসংশা করেন। ওয়ারেন জানান, নতুন সন্তানের আগমন উপলক্ষে এবারের বড়দিনের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে তাদের পরিবারে। পরিবারের অপর দুই সদস্য মারি আর গার্নারও ‘ভাইকে’ স্বাগত জানাতে নিয়ে রেখেছে নানা প্রস্তুতি।

প্রসঙ্গত, মাত্র তেরো বছর বয়সে অভিনয় শুরু করেন জেসিকা এলবা। টিভি ধারাবাহিক ডার্ক অ্যাঞ্জেল-এ মূল অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে প্রসংশিত হন তিনি। পাশাপাশি যৌনআবেদনময়ী চাহনির জন্য দর্শকের কাছে আলাদা গুরুত্ব পান জেসিকা এলবা।

সারাবাংলা/টিএস/পিএম

আবার মা হচ্ছেন জেসিকা এলবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর