Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনের আগেই অনুরাগীদের বিশেষ উপহার সালমানের


২২ ডিসেম্বর ২০২০ ১৩:৪২ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৪:৪০

নতুন বছরে বড়পর্দায় আগমন বার্তা দিলেন বলিউডের ভাইজান সালমান খান। জন্মদিনের ঠিক আগেই অনুরাগীদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশ করলেন আসন্ন ‘অন্তিম’ সিনেমার ফার্স্ট লুক। সোমবার (২১ ডিসেম্বর) প্রকাশ্যে আসা এই ভিডিওতে তার সঙ্গে সম্মুখ সমরে ভগ্নীপতি আয়ুষ শর্মা। তাতে দেখা গিয়েছে, তেড়ে আসা আয়ুষের আক্রমণ এক হাতেই প্রতিহত করেছেন সালমান।

মহেশ মঞ্জরেকরের পরিচালনায় মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ‘অন্তিম’। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল মারাঠি সিনেমাটি। সেই কাহিনিকেই নতুন আঙ্গিকে হিন্দি সিনেমার দর্শকদের সামনে তুলে ধরছেন মহেশ।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, ছবিতে ধনঞ্জয় নামের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন আয়ুষ। সালমান খানের চরিত্রের নাম সুরজিৎ সিং গিল। ধনঞ্জয়ের গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তার চরিত্র। সালমান ও আয়ুষ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে নিকিতিন ধীর এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে। সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী বছরের আগস্ট মাসে মুক্তি পেতে পারে ছবিটি।

এদিকে, আগামী রোববার অর্থাৎ ২৭ ডিসেম্বর জীবনের ৫৫তম বছরে পা দেবেন বলিউডের সুলতান। জানা গেছে, করোনা পরিস্থিতিতে এবার জন্মদিন সেলিব্রেট করবেন না সালমান। যাবেন না নিজের প্রিয় ফার্মহাউসে। তার বদলে ‘অন্তিম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। পাশাপাশি রয়েছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনার দায়িত্ব। তবে জন্মদিন পালন না করলেও অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন ভাইজান।

বিজ্ঞাপন

অন্তিম বলিউড অভিনেতা বলিউড ইডাস্ট্রি সালমান খান সালমান খানের জন্মদিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর