জাইরা ওয়াসিমকে উত্যক্তকারি আটক
১১ ডিসেম্বর ২০১৭ ১২:৪৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৩:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক
দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিমকে উত্যক্তকারি ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। তার নাম শচীন সাচদেভ। শচীনের বয়স ৩৯, পেশায় ব্যবসায়ী। মুম্বাইতে নিজ বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ। সোমবার সকালেই শচীনকে পুলিশী হেফাজতে নেয়া হয়। আজই তাকে কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাকে আটকের ব্যপারে মুম্বাই পুলিশ জানায়, ‘শচীনকে আটক করতে আমাদের সোর্স ছিল বিমানের টিকিট।’
শনিবার দিল্লী থেকে মুম্বাই যাবার পথে এয়ারভিস্তারা এয়ারলাইন্সে শ্লীলতাহানির স্বীকার হন ১৭ বছর বয়সী দঙ্গল তারকা জাইরা। শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বর্ণনা করেন তিনি। এর পরেই বিষয়টি স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমে, সাধারণেরা সোচ্চার হন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সারাবাংলা/পিএ/পিএম