Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাচ্ছে ‘অলাতচক্র’


১৬ ডিসেম্বর ২০২০ ১১:৪১

জয়া আহসান: ছবি: সারাবাংলা

প্রখ্যাত লেখক, চিন্তক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। উপন্যাসটি অবলম্বনে একই নামে ছবি বানিয়েছেন হাবিবুর রহমান হাবিব। ছবিটির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সোমবার (১৫ ডিসেম্বর)। প্রদর্শন শেষে বোর্ড সদস্যরা ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন বোর্ড সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, বেশ গোছালো একটি ছবি। বোর্ডের সবার বেশ পছন্দ হয়েছে ছবিটি। আমরা এটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিচ্ছি।

বিজ্ঞাপন

পরিচালক হাবিবুর রহমান হাবিব জানান, তিনি বোর্ড থেকে মৌখিকভাবে ছাড়পত্র পাওয়ার ব্যাপারে শুনেছেন। ছাড়পত্র হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিবেন কবে মুক্তি দিবেন। তবে এ বছর আর মুক্তি দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।

‘অলাতচক্র’ ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি।

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ‘অলাতচক্র’র গল্প। এতে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল ও আজাদ আবুল কালাম।

আহমদ ছফার উপন্যাসের চলচ্চিত্রায়ন বেশ কঠিন জানিয়ে হাবিব বলেন, ছয় বছরের অক্লান্ত পরিশ্রমের ফল এর চিত্রনাট্য। তাই অভিনেতা নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

নির্মাতা বলছেন এটি হচ্ছে বাংলাদেশের প্রথম থ্রিমাত্রিক (থ্রিডি) ছবি।

অলাতচক্র জয়া আহসান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর