Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর হয়নি, ১৬ ডিসেম্বর আসছে না ‘প্রিয় কমলা’


১৫ ডিসেম্বর ২০২০ ২২:০৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ০০:৪৭

শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ মুক্তি পাওয়ার কথা ছিলো ১৬ ডিসেম্বর। সে উপলক্ষ্যে বেশ তাড়াহুড়ো করে শুটিং, এডিটিং, ডাবিং করে পরিচালক জমা দিয়েছিলেন সেন্সর বোর্ডে। বোর্ড গত ১৩ ডিসেম্বর ছবিটি দেখে এবং কিছু কাটিং দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মঙ্গলবার (১৫ ডিসেম্বর)। যার ফলে ছবিটি বুধবার (১৬ ডিসেম্বর) মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক সারাবাংলাকে সোমবার রাতে বলেন, ‘গত ১৩ তারিখ আমরা ছবিটি দেখলেও আজ (১৫ ডিসেম্বর) এ নিয়ে মিটিং হয়েছে। সেখানে বোর্ড সদস্যরা ছবিটিকে কাটিং সাপেক্ষে সেন্সর দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন।’

বিজ্ঞাপন

কী কী কাটিং দেওয়া হচ্ছে? ‘ওইভাবে তো কাগজ না দেখে বলা যাচ্ছে না। তবে সেখানে শিল্পীদের পোশাকসহ বেশ কিছু ব্যাপারে আমরা সংশোধনী দিবো পরিচালককে। আগামীকাল (১৬ ডিসেম্বর) যেহেতু বিজয় দিবসের বন্ধ, তাই এরপরে আনুষ্ঠানিক চিঠি ইস্যু করা হবে এ বিষয়ে।’

তিনি জানান, আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর পরিচালককে সংশোধনীসহ নতুন করে আবার ছবিটি জমা দিতে হবে। পুরোপুরি সংশোধনী মানলে তবেই ‘প্রিয় কমলা’ সেন্সর ছাড়পত্র পাবে।

‘প্রিয় কমলা’ ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

অপু বিশ্বাস প্রিয় কমলা বাপ্পী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর