Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হলিউডের ছবির চেয়ে বেশি দর্শক বিশ্বসুন্দরীতে’


১৩ ডিসেম্বর ২০২০ ১৮:২১

শুক্রবার (১১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। সারাদেশের ২৬টি সিনেমা হলে চলছে ছবিটি। সিয়াম-পরীমনি অভিনীত ছবিটি সিনেপ্লেক্সগুলোতে হলিউডের ছবির তুলনায় বেশি দর্শক টানছে। সারাবাংলার সঙ্গে আলাপনে এমনটাই জানালেন সিনেমা হল মালিকরা।

দেশের প্রথম সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানালেন, তাদের বসুন্ধরা, এসকেএস টাওয়ার ও সীমান্ত স্কয়ার শাখায় ছবিটি চলছে। এর মধ্যে বসুন্ধরা শাখায় ছবিটি বেশি দর্শক পাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের এখানে ‘বিশ্বসুন্দরী’র শুক্র ও শনিবার সব শো হাউজফুল গিয়েছে। রোববারও (১৩ ডিসেম্বর) দর্শক উপস্থিতি সন্তোষজনক। করোনাকালে এত দর্শক আমরা আশা করেনি।

রাজধানীর আরেক সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং ইনচার্জ মো: মাহাবুবুর রহমান জানালেন, তাদের হলে বর্তমানে তিনটি হলিউডের ছবি চলছে—সোনিক দ্য হেজেহগ, প্লেয়িং উইথ ফায়ার ও আই স্টিল বিলিভ।

‘আমাদের হলে চলা হলিউডের ছবির চেয়ে বেশি দর্শক পাচ্ছি বিশ্বসুন্দরীতে। করোনাকালে এতটা দর্শক আমরা আশা করিনি। এর বাইরে আমরা চালাচ্ছি রূপসা নদীর বাঁকে ও ঊনপঞ্চাশ বাতাস ছবিগুলো। ঊনপঞ্চাশ বাতাসও ভালো চলছে’— বলেন মো: মাহাবুবুর রহমান।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে প্রদর্শনী করছি। এরপরও ছবিটির অধিকাংশ শোতে ৬০ থেকে ৮০ শতাংশ দর্শক হচ্ছে।’

ঐতিহ্যবাহী শ্যামলী হল করোনাকালে গত মার্চে বন্ধ হওয়ার পর ‘বিশ্বসুন্দরী’ দিয়ে আবার চালু হয়েছে। হলটি ম্যানেজার হাসান কিছুটা আফসোস করলেন ছবিটি নিয়ে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ছবিটা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে মুক্তি পেলো। একে তো করোনা, আবার শীত এবং মানুষের হলে এসে ছবি দেখার অভ্যাস কমে গিয়েছে। এরপরও যতটুকু দর্শক আসছে তাতে আমরা অখুশি না।’

কথা হয় সৈনিক ক্লাবের বুকিং এজেন্ট জাহাঙ্গীর আলমের সঙ্গেও। তিনি একই সঙ্গে বরিশালের অভিরুচি হলরেও বুকিং এজেন্ট। তিনি বলেন, ছবির দর্শক রেসপন্স তো ভালো। সেলও ভালো বলবো। কিন্তু করোনা না হলে হয়তো অনেক বেশি ব্যবসা করতো। যেখানে সৈনিক ক্লাবের এক শোতে বিক্রি হয় ৬০ হাজার টাকা, সেখানে সারাদিনে ২৫ হাজার টাকা বিক্রি-সাধারণ দৃষ্টি অনেক কমই। কিন্তু এমনিতেই হলের ব্যবসা নেই, তার উপর করোনায় মানুষ হলেই আসছে না। তাতে অবশ্যই এটা ভালো সেল। আমার বুকিং করা অভিরুচিতেও আশানুরূপ সেল আছে।

তবে ‘কিছুটা খারাপ যাচ্ছে’ খুলনার লিবার্টি সিনেমা হলে। হলটির মালিক মোঃ শাহজাহান বলেন, ‘আহামরি কোন ভালো সেল না। করোনার কারণে দর্শকতো হলেই আসছে না।’

সারাবাংলার সঙ্গে কথা বলা সকল হল মালিকরা জানালেন, তারা আগামী সপ্তাহেও ‘বিশ্বসুন্দরী’ চালাবেন।

সিয়াম আহমেদ ও পরীমনি ছাড়াও ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

পরীমনি বিশ্বসুন্দরী সিয়াম আহমেদ হল রিপোর্ট

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর