করোনায় আক্রান্ত আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
১২ ডিসেম্বর ২০২০ ১৫:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ ১৫:৫৯
একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন দেশের তারকারা । আজ একই সঙ্গে দেশের দুই জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
আজ (শনিবার) দুপুরে অভিনেতা আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুকে ১ মিনিট ৩৮ সেকেণ্ডের একটি ভিডিও শেয়ার দিয়ে জানালেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসছে। সেটা পজিটিভ।’
আরিফিন শুভ আরও জানালেন, ‘আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’ দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি তার প্রত্যাশা সিরিয়াস কিছু হবে না।
এদিকে আরিফিন শুভর করোনা আক্রান্তের খবর পাওয়ার পরপরই জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গণমাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
গণমাধ্যমে নুসরাত ফারিয়া জানালেন, ‘জ্বর ও ঠাণ্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই। দোয়া চাই সবার কাছে।’
পরিচালক শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবু’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করছিলেন নুসরাত ফারিয়া। সেখান থেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে এমনটাই মনে করছেন তিনি।
প্রসঙ্গত, অভিনেতা আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োপিকটির কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে। এদিকে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্মে নুসরাত ফারিয়া অভিনয় করছেন অপূর্ব’র বিপরীতে। এটি ভারতীয় একটি ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে।
আরিফিন শুভ করোনায় আক্রান্ত আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া টপ নিউজ নুসরাত ফারিয়া