Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপর্ণার বিয়ে সম্পন্ন


১১ ডিসেম্বর ২০২০ ১৫:১২

অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে। চট্টগ্রামে সনাতন ধর্মীয় রীতিতে তিনি দীর্ঘদিনের প্রেমিক শক্রজিৎ দত্তকে বিয়ে করেন।

সোমবার (৭ ডিসেম্বর) রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল আশীর্বাদ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শক্রজিতের পরিবারের সদস্যরা।

শত্রুজিতের সঙ্গে অপর্ণার বন্ধুত্ব দীর্ঘদিনের। সম্পর্কে প্রেমে গড়ানোর পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। শক্রজিৎ জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। সেরা পাঁচে জায়গা নিয়ে সন্তুষ্ট থাকেন। কিন্তু অভিনয়ে এগিয়ে যান অনেকের চেয়ে।

নাটক, বিজ্ঞাপন, সঞ্চালনার পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অপর্ণা। এর মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

অপর্ণা ঘোষ বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর