সর্বস্বান্ত রাখি সাওয়ান্ত!
১০ ডিসেম্বর ২০২০ ১৩:৫৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৭:৫৯
বলিউডে রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। তিনি যাই করেন বা বলেন তা বিতর্কের মধ্যেই পড়ে। তবুও বার বার বিস্ফোরক মন্তব্য করাই যেন তার স্বভাব। কিন্তু এবার একেবারে নিজের কথাই বললেন তিনি। জানালেন, আর্থিক দিক থেকে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন তিনি।
ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস-১৪’র চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছেন রাখি সাওয়ান্তও। আর এই বিগবসে আসার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন রাখি। ভারতীয় সংবাদমাধ্যমের কাছে রাখি জানিয়েছেন, আর্থিক দিক থেকে তিনি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। আর তাই এই শো করছেন তিনি। খুব কাছেরই একজন নাকি তাকে প্রতারণা করে সমস্ত টাকা ও সম্পত্তি নিয়ে চলে গিয়েছেন। এছাড়াও একটা সময়ে কতটা অবসাদের মধ্যে ছিলেন তা-ও বলেছেন রাখি। সেই সময় সলমন খানের ভাই তাকে সাহায্য করেছিলেন।
রাখি বললেন, ‘খুব স্পষ্ট কথায় আমার এখন টাকার দরকার আর বলিউডে ফেরার একটা দ্বিতীয় সুযোগ আমার চাই। আমি এই ট্রফি জিততে চাই আর আমি এই শো সবসময়েই জিততে চেয়েছি। কিন্তু সেটা আমার কেরিয়ারে কখনও হয়নি। কিন্তু এবার আমি বিগবস ১৪ জিততে চাই। বিগবসের পুরস্কার অনেক বড় অঙ্কে দেওয়া হয়- ৫০ লক্ষ টাকা। আমার টাকার দরকার। তাই আমি ক্যাশ প্রাইজ জিততে চাই।’
তিনি আরও বললেন, ‘লোকে ভাবতে পারে কেন হঠাৎ আমার এত টাকার দরকার। আমি তাদের বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতারিত হয়েছি। আমি সেই টাকা ফেরতও পাব না কারণ সেই মানুষটাই আর বেঁচে নেই যে আমায় প্রতারণা করেছিল। আমি এখন অসহায়। সেই মানুষটা আমার সব নিয়ে নিয়েছে। আমার এখন টাকা চাই আর তাই আমি এই প্রস্তাব গ্রহণ করেছি। আমি শো জিততে চাই। জানি সহজ নয়। কট্টর লড়াই হবে।’
রাখি সাওয়ান্তের ছোটবেলা কেটেছে খুবই দারিদ্রতার মধ্য দিয়ে। তাই পড়াশোনাও সেভাবে করতে পারেননি। রাখির ইচ্ছে তাকে নিয়ে কেউ একটি সিরিজ তৈরি করুক। বললেন, ‘আমি চাই আমার জীবন নিয়ে কেউ সিরিজ বানাক। তখন দর্শকরা জানতে পারবে কারা আমায় সাহায্য করেছে আর কারা আমার জীবন ধ্বংস করেছে।’