বিয়ে করলেন গৌরব-দেবলীনা
১০ ডিসেম্বর ২০২০ ১২:৩৫
বহুদিনের সম্পর্ককে পরিণতি দিলেন টলিউডের দুই তারকা। বিয়ে করলেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের কন্যা অভিনেত্রী দেবলীনা কুমার। টলিপাড়ায় দু’জনের পরিচিতিই নিজ নিজ গুণে।
দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর বুধবার (৯ ডিসেম্বর) পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে বিয়ে সারলেন টলিউডের এই তারকাজুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবলীনা-গৌরবের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রির সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ছেয়ে যায়।