চলে গেলেন সংগীতার সেলিম খান
১০ ডিসেম্বর ২০২০ ১০:৫৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা সংস্থা সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সংগীতার সিইও রবিন ইমরান সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন
রবিন ইমরান জানান, ‘শুক্রবার সেলিম খানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট রেখে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে আজ ভোরে তার মৃত্যু হয়।’
রবিন ইমরান আরও জানান, সেলিম খানের মরদেহ প্রথমে তার লক্ষ্মীবাজার বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাদ আসর জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার পিতার কবরের পাশে সমাহিত করা হবে। এছাড়া তিনি জানান, সেলিম খানের জন্য তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।