Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে ‘রূপসা নদীর বাঁকে’র প্রদর্শনী


৯ ডিসেম্বর ২০২০ ১৫:৩৪

তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি মুক্তি পাবে আগামী ১১ ডিসেম্বর। এ উপলক্ষে চলচ্চিত্রটির প্রদর্শনী ১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শাহবাগের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন শোয়ের সময়সূচী হচ্ছে— দুপুর ৩.০০টা, বিকেল ৫.৩০টা ও রাত ৮.০০টায়। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১.০০টায় আরেকটি প্রদর্শনী হবে।

এছাড়া ১১ই ডিসেম্বর (শুক্রবার) থেকে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ও যমুনা ব্লকবাস্টারে নিয়মিত প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ. মাহমুদ আলম, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোন্স।

বিজ্ঞাপন

তানভীর মোকাম্মেল রূপসা নদীর বাঁকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর