Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ বছরের বরফ গললো, ইফতেখারের পরিচালনায় অনন্ত-বর্ষা


৮ ডিসেম্বর ২০২০ ১৪:২৬

আলোচিত তারকা জুটি অনন্ত-বর্ষার যাত্রা শুরু হয়েছিল ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্য সার্চ’ ছবির মধ্য দিয়ে। কিন্তু এরপর এ তিনজনকে এক সঙ্গে আর দেখা যায় নি ‘অজানা দ্বন্দ্ব’র কারণে। দেখতে দেখতে দশটা বছর পর হয়ে গিয়েছি। সম্পর্কের বরফ গলেছে। ইফতেখার পরিচালনায় আবার অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’।

রাজধানীর মালিবাগের একটি তিন তারকা হোটেলে আয়োজিত ‘মুক্তি’ ছবির মহরতে এ হুট করে হাজির হন অনন্ত জলিল ও বর্ষা। মূলত প্রযোজক হিসেবে ইফতেখার চৌধুরীর যাত্রা শুরুকে স্বাগত জানাতেই তারা এসেছিলেন। সেখানেই অনন্ত ‘নেত্রী: দ্য লিডার’ ছবির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ঘোষণা দিতে গিয়ে অনন্ত বলেন,  ১০ বছর ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটা মিডিয়ার অনেকেই জানেন। যে কারণে এতদিন আমাদের আর কাজ করা হয়নি। ১০ বছর পরে আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। ‘নেত্রী: দ্য লিডার’ নামে আমরা নতুন সিনেমা করছি, এটিতে ইফতেখার ভাই পরিচালক হিসেবে থাকবেন।

অনন্ত জানান, তার পরবর্তী ছবি ‘দিন: দ্য ডে’ ছবির শুটিংয়ে তুরস্কে তাদের সঙ্গে গিয়েছিলেন ইফতেখার চৌধুরী। সেখানে তাদের অনেক সহায়তা করেন তিনি।

অনুষ্ঠানে ছবির নাম ঘোষণা করা হলেও কবে থেকে এর শুটিং হবে, অনন্ত ও বর্ষা ছাড়া আর কে কে থাকছেন এর ব্যাপারে কিছুই জানানো হয়নি।

অনন্ত ইফতেখার চৌধুরী নেত্রী: দ্য লিডার বর্ষা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর