Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ না, রিপার নায়ক ৯ জন


৮ ডিসেম্বর ২০২০ ১৪:০৭

ইফতেখার চৌধুরী নবাগত নায়িকা রাজ রিপাকে নিয়ে নির্মাণ করছেন ‘মুক্তি’। তাতে রিপার বিপরীতে ৭ জন নায়ক থাকার কথা পূর্বে জানালেও এবার জানালেন নায়ক ৯ জন। এর ভিতরে ৭ জনের নাম তিনি প্রকাশ করেছেন। তারা হলেন— আনিসুর রহমান মিলন, রাশেদ মামুন অপু, আমান রেজা, কায়েস আরজু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময়, আরেফিন জিলানি ও খিজির হায়াত খান।

রোববার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মুক্তি’র মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইফতেখার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, তারকা জুটি অনন্ত-বর্ষাসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে।

বিজ্ঞাপন

‘মুক্তি’র কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি। সে কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।’

নোয়াখালী জেলার মাইজাদীতে আগামী ২০ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

ইফতেখার চৌধুরীর প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত ছবিটি আগামী বছরের নারী দিবসে মুক্তি দেওয়া হবে।

ইফতেখার চৌধুরী মুক্তি রাজ রিপা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর