Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব ভক্তদের অনন্য মামুনের চ্যালেঞ্জ


৬ ডিসেম্বর ২০২০ ১৭:১২ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৪

শাকিব খানকে নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘নবাব এলএলবি’। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। মুক্তির আগে সোমবার (৭ ডিসেম্বর) ছবির ট্রেলার প্রকাশ করা হবে। আর সে ট্রেলার নিয়ে শাকিব খান ভক্তদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অনন্য মামুন।

সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ‘নবাব এলএলবি’ মুক্তি দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটার’-এ। অ্যাপটির ফেসবুক পেইজ থেকে রোববার (৬ ডিসেম্বর) এক লাইভে তিনি এ চ্যালেঞ্জ দেন।

বিজ্ঞাপন

মূলত লাইভে শাকিব খানের ভক্তরা ছবির গানগুলোর আপডেট সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করে। তখন মামুন বলেন, নবাবের টাইটেল গান অ্যাপে দেওয়ার কারণে শাকিব খানের ভক্তদের অনেকেই বলেছিলেন আপনারা দেখতে পারেননি। আপনাদের কথা বিবেচনায় নিয়ে আমরা গানটি তখন ইউটিউবে দিই। কিন্তু এখন পর্যন্ত পাঁচ লক্ষ ভিউ পার করতে পারেননি। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। আগামীকাল (সোমবার) প্রকাশ করা হবে ‘নবাব এলএলবি’র ট্রেলার। ইউটিউবে যদি আপনারা একদিনে দশ লক্ষ ভিউ পার করতে পারেন তাহলে আমরা গানের আপডেট দিব। আমি পরদিন (৮ ডিসেম্বর, মঙ্গলবার) লাইভে এসে গান সম্পর্কে চমকপ্রদ আপডেট দিব।’

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

অনন্য মামুন নবাব এলএলবি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর