Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার ফাঁদে পড়ে আত্মঘাতী ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক


৫ ডিসেম্বর ২০২০ ২০:২৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৫

অনলাইন প্রতারণা চক্রের কবলে পড়ে আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকের লেখক অভিষেক মাকওয়ানা।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, অভিষেকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর তার ঘর থেকে একটি স্যুইসাইড নোট পাওয়া যায়। তাতে নিজের আর্থিক সমস্যার কথা লিখে গিয়েছিলেন ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকের লেখক। ধারণা করা হচ্ছে, টাকা চেয়েই হয়তো অভিষেককে ব্ল্যাকমেইল করা হচ্ছিল।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমে অভিষেকের ভাই জেনিস জানিয়েছেন, তিনি লেখকের সমস্ত ই-মেল খুঁটিয়ে দেখেছেন। ইতিমধ্যেই টাকা চেয়ে একাধিক ফোন এসেছে। অভিষেকের ই-মেল থেকেই জেনিস জানতে পারেন একটি ‘ইজি লোন’ অ্যাপ থেকে সামান্য টাকা ধার নিয়েছিলেন তিনি। বেশি সুদের সেই লোন মেটানোর পর নাকি আর লোন নিতে চাননি অভিষেক। কিন্তু সেই সংস্থা থেকে অল্প অল্প করে ক্রমাগত টাকা পাঠানো হয়েছে। আর তাতে চড়া সুদ যোগ করা হয়েছে। প্রায় ৩০ শতাংশ।

উল্লেখ্য ২০০৮ থেকে অর্থাৎ প্রায় ১২ বছর ধরে হিন্দি টেলিভিশনের পর্দায় চলছে ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিক। তাতে লেখক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন অভিষেক।

‘তারক মেহতা কা উলটা চশমা’ অভিষেক মাকওয়ানা আত্মঘাতী ‘তারক মেহতা কা উলটা চশমা’র লেখক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর