শুরু করলেন অক্ষয়
৪ ডিসেম্বর ২০২০ ১৯:৫৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৭
বলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার নায়কদের মধ্যে বছরে সর্বাধিক ছবিতে অভিনয় করেন অক্ষয় কুমার। তিনি করোনাভাইরাসের কারণে অনেক দিন শুটিংয়ের লাইট, ক্যামেরা থেকে দূরে ছিলেন। দেড়-দুমাস হতে চললো বলিউডে ছবির শুটিং শুরু হয়েছে। অন্য তারকাদের মতো অক্ষয় কুমারও ক্যামেরা সামনে দাঁড়ালেন।
বন্ধ থাকা ‘আতরাঙ্গি রে’ ছবির শুটিং শুরু হয়েছে। সে ছবির সেট থেকে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন অক্ষয়।
আনন্দ এল রাই পরিচালিত ছবিটিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন সারা আলি খান। এখানে সারাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।
শুধু সারা আলি নয় এ ছবিতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা ধানুশ। এ প্রসঙ্গে ধানুশ সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘আতরাঙ্গি রে আরও রঙ্গিন হয়ে উঠবে! অক্ষয়, তোমার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ধন্য, আনন্দিত।’
গেল মার্চে শুটিং শুরু করার ইচ্ছে ছিল ছবিটির। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং আটকে যায়। ছবিটি আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে।