আবারও ক্রিকেট দল কিনলেন শাহরুখ
৪ ডিসেম্বর ২০২০ ১৬:৩০ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৯:০৮
আইপিএলের ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর পর এবার আমেরিকার একটি ক্রিকেট দল কিনছেন বলিউড বাদশা শাহরুখ খান। এ যাত্রায়ও তার সঙ্গী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা।
দলটি আমেরিকান মেজর লীগ ক্রিকেটে অংশ নেবে। নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেংকি মাইসোর গণমাধ্যমকে জানান, ‘ক্রিকেটকে বিশ্বায়নের ক্ষেত্রে আমরা সাথে থাকতে চাই। তাই আমেরিকান ক্রিকেট লীগে আমাদের দল নেওয়া। অনেক পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে।’
শাহরুখের এ ক্রিকেট প্রেম বেশ পুরানো। তাই তিনি একের পর এক ক্রিকেট দল কিনেই যাচ্ছেন।
প্রায় দুই বছর বিরতির পর শাহরুখ খান সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন। ‘পাঠান’ নামের সিনেমাটিতে ক্যামিও করার কথা রয়েছে আমির খান ও সালমান খানের।