Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর


৪ ডিসেম্বর ২০২০ ১৬:০০

অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। সাধারণ কাশি ছাড়া তার তেমন কোন উপসর্গ নেই। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। চার বারের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী ছিলেন।

৭৪ বছর বয়সী আসাদুজ্জামান নূর একইসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর ২০১৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় আসাদুজ্জামান নূর। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি।

তার অভিনীত টিভিনাটক ‘কোথাও কেউ নেই’ এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’নাটকের ‘ছোট মীর্জা’, ‘সবুজ ছায়া’-র ‘ডাক্তার’ চরিত্রগুলো দর্শকরা লুফে নেয়।

আসাদুজ্জামান নূর ‘আগুনের পরশমনি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘চন্দ্রকথা’, ‘দহন’ চলচ্চিত্রেও অভিনয় করেন।

আসাদুজ্জামান নূরের স্ত্রী শাহীন আখতার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

আসাদুজ্জামান নূর করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর