Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ‘ন’ ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’


৩ ডিসেম্বর ২০২০ ১৫:৫৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২০ ১৭:০৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ২০১৯ এ ‘আবার বসন্ত’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন তারিক আনাম খান, ‘ন ডরাই’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ এবং তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’।

বিজ্ঞাপন

আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে ‘ফাগুন হাওয়ায়’ ছবির জন্য ফজলুর রহমান বাবু, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য নারগিস আক্তার পুরস্কার পাচ্ছেন।

জাহিদ হাসান ‘সাপলুডু’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে’ পুরস্কার পাচ্ছেন। যুগ্মভাবে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ পুরস্কার পাচ্ছেন ‘কালো মেঘের ভেলা’ ছবির জন্য নাইমুর রহমান আপন এবং ‘যদি একদিন’ ছবির জন্য ‘আফরীন আক্তার’।

‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক’ পুরস্কার পাচ্ছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান।

মৃনাল কান্তি দাস ‘শাটল ট্রেন’ ছবির ‘তুমি চাইয়া দেখো’ গানের জন্য ‘শ্রেষ্ঠ গায়ক’ হচ্ছেন। ‘শ্রেষ্ঠ গায়িকা’ হচ্ছেন যুগ্মভাবে মমতাজ বেগম ও ফাতিমা তুজ যাহর ঐশী ‘মায়া দ্য লস্ট মাদার’-এর ‘বাড়ির ও পূর্বধারে’ ও ‘মায়া, মায়া’রে’ গানগুলোর জন্য।

কবি নির্মেলেন্দু গুনের সঙ্গে যুগ্মভাবে ‘শ্রেষ্ঠ গীতিকার’ পুরস্কার পাচ্ছেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)। তারা দুজন যথাক্রমে ‘কালো মেঘের ভেলা’ ছবির ‘ইস্টিশনে জন্ম আমার’ ও ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির ‘চল হে বন্ধু আমার’ গানের জন্য পুরস্কার পাচ্ছেন।

‘শ্রেষ্ঠ সুরকার’ পুরস্কার ও যৌথভাবে দেওয়া হচ্ছে। ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির ‘বাড়ির ওই পূর্বধারে’ গানের জন্য প্লাবন কোরেশী (আব্দুল কাদির) ও একই ছবির ‘আমার মায়ের আঁচল’ গানের জন্য ‘সৈয়দ মোঃ তানভীর তারেক পুরস্কার পাচ্ছেন।

বিজ্ঞাপন

‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ কাহিনিকার’ হচ্ছেন মাসুদ পথিক। ‘ন ডরাই’-এর জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হচ্ছেন ‘মাহবুব উর রহমান’। ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হয়েছেন জাকির হোসেন রাজু ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির জন্য।

‘শ্রেষ্ঠ সম্পাদক’ পুরস্কার পাচ্ছেন ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য জুনায়েদ আহমদ হালিম। যুগ্মভাবে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ শিল্প নির্দেশক’ পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ রহমত উল্লাহ বাসু ও মোঃ ফরিদ আহমেদ।

‘ন’ ডরাই’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ চিত্রগ্রাহক’ সুমন কুমার সরকার পুরস্কার পাচ্ছেন। একই ছবির জন্য রিপন নাথ ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ পুরস্কার পাচ্ছেন। ‘ফাগুন হাওয়ায়’ ছবির জন্য ‘শ্রেষ্ঠ পোষাক ও সাজ-সজ্জা’ পুরস্কার পাচ্ছেন খোন্দকার সাজিয়া আফরিন। ‘শ্রেষ্ঠ মেক-আপম্যান’ পুরস্কার পাচ্ছেন মোঃ রাজু ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য।

এছাড়া শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘যা ছিলো অন্ধকারে’ এবং ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য’ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ‘নারী জীবন’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার টপ নিউজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর