Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল নয়, সরাসরি তারকা উপস্থিতিতেই এবারের অস্কার


৩ ডিসেম্বর ২০২০ ১৪:২৫

কথা ছিল ভার্চুয়াল আয়োজন হবে, কিন্তু বদলে সিদ্ধান্ত। ভার্চুয়াল নয়, তারকাদের উপস্থিতিতেই হবে ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। অ্যাকাডেমি ও আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানির সূত্রে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদসংস্থা ‘ভ্যারাইটি’। জানা গেছে, আগামী বছরের ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে উপস্থিত হবেন আন্তর্জাতিক তারকারা।

করোনা পরিস্থিতির কারণে গোল্ডেন গ্লোব, বাফটার মতো অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। এদিকে ‘এমি অ্যাওয়ার্ড’ও কোভিডের প্রকোপে ভারচুয়াল পথ অবলম্বন করেছিল। যদিও তা খুব বেশি দর্শকের মনঃপুত হয়নি। সেই কারণেই নাকি অ্যাকাডেমি কর্তৃপক্ষের ভারচুয়াল সেলিব্রেশনে মত নেই। সাধারণত ফেব্রুয়ারি মাসে ডলবি থিয়েটারে অস্কার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ইতিমধ্যেই ডলবি থিয়েটার পর্যবেক্ষণ করে এসেছেন অ্যাকাডেমির কর্মকর্তারা। সুরক্ষাবিধি মেনেও কীভাবে অনুষ্ঠানের আয়োজন করা যায়, তার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ডলবি থিয়েটারে মোট ৩,৪০০ জন অতিথি বসার জায়গা রয়েছে। এর বাইরেও উপস্থিত থাকবেন টেকনিক্যাল টিমের সদস্য এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কীভাবে দূরত্ব বজায় রেখে এই ব্যবস্থাপনা করা যাবে, সেই পরিকল্পনায় রয়েছেন অ্যাকাডেমির কর্মকর্তারা। এছাড়াও পুরস্কার প্রদানের জন্যও আলাদা ব্যবস্থা করতে হবে তাদের।

৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ডলবি থিয়েটার