Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্টার টক্’-এ মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শোনাবেন মফিদুল হক


৩ ডিসেম্বর ২০২০ ১৩:৪৫

সমাজে বিভিন্ন ক্ষেত্রে এমন অনেক মানুষ আছেন, কর্মগুণে যারা তারার মত উজ্জ্বল! এদের কাউকে আমরা চিনি, কেউ আবার আজও আছেন অন্তরালে। এইসব তারকাদের নিয়েই ‘স্টার টক্’ নামে অনলাইন আড্ডার আয়োজন করছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র নির্মাতা ও নাট্যকর্মী সৈয়দ আপন আহসান।

শনিবার (৫ ডিসেম্বর) ‘স্টার টক্’র এই আড্ডায় এবার অতিথি হিসেবে থাকবেন গবেষক, প্রকাশক ও প্রাবন্ধিক মফিদুল হক।

এই আয়োজন এবং অতিথি প্রসঙ্গে সৈয়দ আপন আহসান বললেন, ‘ডিসেম্বর মাস আমাদের বিজয়ের আনন্দকে যেমন জাগ্রত করে, তেমনি মনে করিয়ে দেয় ১৯৭১-এ এদেশের মানুষের ওপর ঘটে যাওয়া নারকীয় গণহত্যার কথা। গণহত্যা ও ন্যায়বিচার বিষয়ে একজন আন্তর্জাতিক স্কলার মফিদুল হক। গবেষক, প্রকাশক ও প্রাবন্ধিক। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি এই মানুষটির মুখ থেকেই আগামী স্টার টক-এ আমরা শুনবো তার গবেষণা, অভিজ্ঞতা আর সামগ্রিক কর্মকান্ডের কথা। বোঝার চেষ্টা করবো স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদের দায় তথা বিশ্বমানবের প্রতি আমাদের কর্তব্যের কথা। থাকবেন আমাদের সাথে।’

এক্সপ্রেশান্স’র সহযোগিতায় ‘স্টার টক্’র এই লাইভ আয়োজনটি প্রচারিত হবে ৫ ডিসেম্বর (শনিবার) রাত ৯টায় ফেসবুক পেইজ https://www.facebook.com/SyedAponAhsanOfficial এবং ইউটিউব https:// youtube.com/user/MyApon -লিঙ্কে।

অনলাইন আড্ডা এক্সপ্রেশান্স মফিদুল হক সৈয়দ আপন আহসান স্টার টক্

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর