Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী জারাসহ করোনায় আক্রান্ত অভিনেতা তৌসিফ


২ ডিসেম্বর ২০২০ ১৫:২১

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনা পজেটিভ হয়েছেন। তিনি নিজে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানিয়েছেন।

তৌসিফ জানান, শুধু তিনি ও তার স্ত্রী নন, পুরো শ্বশুরবাড়ির সবাই আক্রান্ত হয়েছেন। বর্তমানে সবাই বাসায় আইসোলেশনে রয়েছেন।

খবরটি জানানোর জন্য তিনি স্ত্রীর সঙ্গে হাসপাতালের একটি ছবি শেয়ার করেন ফেসবুকে। যাতে দেখা যায় হাতে ক্যানেলা নিয়ে তৌসিফের স্ত্রী হাসপাতালের বেডে শুয়ে আছেন এবং তিনি নিচে শোয়া। তবে ছবিটি বর্তমান অসুস্থতার নয় বলে জানিয়েছেন তৌসিফ।

তিনি লেখেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

তৌসিফের স্ত্রীর নাম জারা। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

করোনাভাইরাস তৌসিফ মাহবুব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর