Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজ করা যাবে রাজের সঙ্গে


১ ডিসেম্বর ২০২০ ১৭:৫৫

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ— জনপ্রিয় নির্মাতা। তার সঙ্গে সহকারী হিসেবে কাজ করে অনেকেই বর্তমানে নাট্যাঙ্গনে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত। তিনি এবার নতুন করে কিছু সহকারী পরিচালক খুঁজছেন। যারা কাজ করবেন তার সঙ্গে।

রাজের সহকারী হতে হলে কী কী গুণাবলী থাকতে হবে? ‘নিজের মধ্যে চলচ্চিত্রকার হওয়ার স্বপ্ন থাকতে হবে সবার আগে। আর তাকে অবশ্যই মেধাবী, উদ্যমী ও পরিশ্রমী হতে হবে’—বলেন রাজ।

তবে তিনি মনে করিয়ে দেন, ‘কেউ যদি মনে করেন এটি কোন চাকরি, তাহলে ভুল করবেন।  এ জগতকে ভালোবেসে এখানে আসতে হবে।’

কেন উদ্যোগ? ‘অনেকেই সহকারী হিসেবে কাজ করতে চায়। তাদের একটা সুযোগ দেওয়ার জন্য এ উদ্যোগ’—বলেন রাজ।

নিজেকে উপযুক্ত মনে করলে ইমেইল করতে হবে [email protected] এ।

মুহাম্মদ রাজ নির্মিত ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ বর্তমানে প্রচারিত হচ্ছে এনটিভিতে। খুব শিগগিরই জনপ্রিয় ধারাবাহিকটি শেষ হবে বলে জানান তিনি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সহকারী পরিচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর