Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত গীতিকার শিবলী


৩০ নভেম্বর ২০২০ ১৫:৫০

গীতিকার লতিফুল ইসলাম শিবলী করোনায় আক্রান্ত হয়েছেন। খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (২৯ নভেম্বর) সকালে করোনার টেস্ট দেন। সন্ধ্যায় রেজাল্ট পজেটিভ আসে। বাসায় আলাদা রুমে থেকে চিকিৎসা নিচ্ছেন। কাশি ব্যাতীত খুব একটা সমস্যা নেই।

নিয়মিত শরীরচর্চা করেন শিবলী। অনেকে মনে করেন যারা শরীরচর্চা করেন তাদের করোনা হয় না। কিন্তু তিনি বলেন, এ ধারণা সম্পূর্ণ ভুল।

এ নিয়ে তিনি তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দেন। তিনি লেখেন, ‘আল্লাহর হুকুম আর তাকদিরের ফায়সালার কাছে ব্যায়াম ফিট বডি সবই অসহায়। আমার করোনা পজেটিভ হয়েছে। হালকা একটু জ্বর আর কাশী ছাড়া এখন পর্যন্ত ঠিক আছি আলহামদুলিল্লাহ্। আইসোলেসনে আছি।’

লতিফুল ইসলাম শিবলীর লেখা কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে, ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘কেউ সুখি নয়’, ‘নীল বেদনায়’, ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশি’।

করোনাভাইরাস লতিফুল ইসলাম শিবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর