Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাহস’-এর প্রধান চরিত্রে ইমরান ও অর্ষা


২৯ নভেম্বর ২০২০ ১৫:৪৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ১৬:২৫

চলচ্চিত্রকর্মী সাজ্জাদ খান ‘সাহস’ বানানোর কথা সারাবাংলার পাঠকরা আগেই জানেন। ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের সম্পর্কে আগে কিছু জানাননি সাজ্জাদ। তবে এবার জানালেন মোস্তাফিজুর নূর ইমরান ও লাক্স তারকা অর্ষা। প্রাকৃতিক সৌন্দর্যের শহর বাগেরহাটে ছবিটির শুটিং চলছে।

অস্থির বর্তমানের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘সাহস’। অর্ষা ও ইমরান ছাড়া আরও অভিনয় করছেন থিয়েটার রেপার্টোরি   বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশিনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুন এতে অভিনয় করছেন৷

বিজ্ঞাপন

পরিচালক সাজ্জাদ জানান, গত ১৮ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। শুটিং শেষ করে দ্রুতই এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

‘সাহস’ একই সঙ্গে সিনেমা হল ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

গত কয়েক বছর ধরে ‘জিহাদ’সহ দুটি ছবি নির্মাণের ঘোষণা দিয়ে আসছিলেন সাজ্জাদ খান। ‘জিহাদ’র শুটিং আগামী জানুয়ারিতে করবেন বলে জানালেন।

উল্লেখ্য সাজ্জাদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্রি’ ইতালির  ‘মোবাইল চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছিল।

অর্ষা মোস্তাফিজুর নূর ইমরান সাজ্জাদ খান সাহস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর