Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজলুর রহমান বাবুর ‘চান্দে বসত কইরো কইন্যা’


২৯ নভেম্বর ২০২০ ১৫:২৫

দেশের খ্যাতিমান অভিনেতা এবং সৌখিন সংগীত শিল্পী ফজলুর রহমান বাবু নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘চান্দে বসত কইরো কইন্যা’ শিরোনামের গানটির কথা ও সুর নাট্যনির্মাতা শিমুল সরকারের। সঙ্গীতায়োজন করেছেন মিল্টন খন্দকার

লোকায়ত বাংলার এক কল্পিত লোককন্যাকে নিয়ে তৈরি হয়েছে গানের প্রেক্ষাপট। চান্দে বসত কইরো কইণ্যা, চান্দে বাড়ি ঘর, তোমার সনে আমার পিরিত ইহ জনম পর কইন্যা। এমন কথার নতুন এই গানটি নিয়ে ফজলুর রহমান বাবু উচ্ছাসিত। তিনি জানান দর্শক আগের মতই আমার এই গানটিও লুফে নিবে।

বিজ্ঞাপন

গানটি  তৈরি হয়েছে নতুন অনলাইন প্লাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্টের জন্য। নতুন বছরের শুরুতেই গানের ভিজ্যুয়ালসহ দর্শক দেখতে পাবেন বলে জানান বাবু। 

মিল্টন খন্দকারও আধুনিক রোমান্টিক গানের বাইরে অনেক দিন পর এমন একটি লোকগানের সংগীত আয়োজন করে তৃপ্ত বলে আমাদের জানিয়েছেন।

চান্দে বসত কইরো কইন্যা ফজলুর রহমান বাবু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর