Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচেনা অভিষেক!


২৭ নভেম্বর ২০২০ ১৬:৩০

পরিচালক সুজয় ঘোষ নির্মাণ করেছিলেন ‘কাহিনি’। বলিউডের সুপারহিট ছবিটির একটি চরিত্র ‘বব বিশ্বাস’। সে চরিত্রে অভিনয় করেছিলেন কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায় নির্মাণ করছেন সুজয় শ্যামের কন্যা অন্নপূর্ণা ঘোষ। তবে এবার আর শাশ্বত নেই, আছেন ‘জুনিয়র বচ্চন’ অভিষেক বচ্চন।

কলকাতার ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর এলাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন অভিষেক। যেখানে তাকে দেখা গিয়েছে নতুন লুকে। মাথায় হালকা টাকের তার সম্পূর্ণ অচেনা লুকটি দৃষ্টি কেড়েছে নেটিজনদের।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত ছিলেন অভিষেক। এর মাঝে কোভিড-১৯ পজেটিভ যুদ্ধে জয় লাভের পরপরই ব্যস্ত হয়ে যান ‘বব বিশ্বাস’ নিয়ে।

গত বছরের নভেম্বরে শাহরুখ খানের রেল চিলি এন্টারটেইনমেন্ট থেকে ঘোষণা করা হয় ‘বব বিশ্বাস’র। ছবিটি প্রযোজনা করছেন গৌরি খান। অনুপম রায় ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন।

অভিষেক বচ্চন বব বিশ্বাস