Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসে ‘নবাব এলএলবি’, অ্যাপে টিকেট কেটে দেখা যাবে


২৭ নভেম্বর ২০২০ ১৫:১০ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৫

অবশেষে শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’ মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করলো প্রযোজনা প্রতিষ্ঠান। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৮টা থেকে সেলেব্রিটি প্রোডাকশন প্রযোজিত ছবিটি দেখা যাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আই থিয়েটারের আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, কপিরাইট রেজিস্ট্রার ড. জাফর রাজা চৌধুরী, পরিচালক সোহানুর রহমান সোহান, অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান  ও আই থিয়েটারের চেয়ারম্যান আজমত রহমান।

এছাড়া দেশিয় চলচ্চিত্রের বিভিন্ন শিল্পী ও কুশলীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘আই থিয়েটারের যাত্রার মাধ্যমে চলচ্চিত্রের নতুন দুয়ার উন্মোচিত হলো। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অনলাইন বা ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে যে মুক্ত হয়ে যাবো বিষয়টা এমন নয়।’

মুশফিকুর রহমান গুলজার ও খোরশেদ আলম খসরু প্রতিষ্ঠানটির যাত্রায় শুভকামনা জানান। গুলজার বলেন, ‘কয়েক কোটি টাকার একটি ছবি এ মুহুর্তে প্রযোজনা করা সত্যিই সাহসের ব্যাপার। এ জন্য আজমত সাহেবকে অভিনন্দন জানাই।’

আই থিয়েটার এমডি এবং ‘নবাব এলএলবি’র পরিচালক অনন্য মামুন জানান, দর্শকরা চাইলে মাসিক, বাৎসরিক ভিত্তিতে সাবস্ক্রিপশনের পাশাপাশি ‘নবাব এলএলবি’ টিকেট কেটে দেখে পারবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা দর্শককে স্বাধীনতা দিতে চাই। কারণ কেউ হয়তো একটা ছবি দেখার জন্য আমাদের অ্যাপ ডাউনলোড করলো। কিন্তু পুরো বছরের সাবস্ক্রিপশন তার দরকার নেই। তাই সে মানুষটি ওই ছবির জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে টিকেট কাটতে পারবে। যার মেয়াদ থাকবে এক মাস।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজমত রহমান জানান, আই থিয়েটার হচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সেলেব্রিটি প্রোডাকশনের একটি প্রতিষ্ঠান। তারা প্রথমে তাদের প্রযোজিত ‘নবাব এলএলবি’, ‘মেকআপ’ ও ‘সাইকো’ অ্যাপটিতে মুক্তি দিবেন।

প্রথমে নিজেদের ছবি দিয়ে শুরু করা প্রসঙ্গে আজমত বলেন, ‘কোটি টাকা বাজেটের ছবি অ্যাপে মুক্তি কতটা লাভজনক ও নিরাপদ তা হয়ত একজন সাধারণ প্রযোজক বুঝতে নাও পারেন। তাই আমরা আগে আমাদের প্রযোজিত ছবি মুক্তি দিচ্ছি। আমাদের অ্যাপ চাইলে পাইরেসি করা যাবে না, কারণ আমরা ওয়েব ভার্সনে কোন ছবি মুক্তি দিচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘চাইলে একজন প্রযোজক তার ছবি সরাসরি আমাদের অ্যাপে টিকেট সিস্টেমে মুক্তি দিতে পারবে। আর টিকেটের দাম ওই প্রযোজকই নির্ধারণ করবেন।’

শুধু চলচ্চিত্র নয়, ওয়েব সিরিজ, নাটক ও মিউজিক ভিডিও দেখা যাবে আই থিয়েটারে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটি থেকে।

অর্চিতা স্পর্শিয়া আই থিয়েটার নবাব এলএলবি মাহিয়া মাহি শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর