Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজল-নাদিয়ার ‘বাক্স বন্দি স্বপ্নগুলো’


২৬ নভেম্বর ২০২০ ২০:১৭

নুর তার স্বপ্নগুলো যত্নে বাক্স বন্দি করে এই শহরে রাজমিস্তির সহকারির কাজ করে। হার্টে একটা ছিদ্র থাকার পরেও বোনের বিয়ে মা এর ভালবাসা এসবই নুরের চিন্তা। ভ্যানে ভাত খেতে গিয়ে মরিয়মের সাথে মন দেওয়া নেওয়া। মরিয়ম ও যখন জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে নুরের হাতটা ধরতে চায় ঠিক তখনই নূর না ফেরার দেশে চলে যায়। বোনের নতুন বউ সাজা হলো ঠিকই। নুরের আর ফেরা হলো না।

এমনই একটি গল্পে নির্মিত হলো একক নাটক ‘বাক্স বন্দি স্বপ্নগুলো’। জোবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল, সালাহ খানম নাদিয়া প্রমুখ। প্রচারিত হবে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টায় আরটিভিতে।

বিজ্ঞাপন

আরটিভি সজল-নাদিয়ার ‘বাক্স বন্দি স্বপ্নগুলো’