Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজল আরিফের কণ্ঠে লালনের গান


২৫ নভেম্বর ২০২০ ১৭:২১

লালন ফকিরকের ‘রবে না এ ধন’ গানটি নতুন করে সঙ্গীতায়োজন করে গেয়েছেন এ প্রজন্মের শিল্পী ‘কাজল আরিফ’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি‌ সিরি‌জের ব্যানারে প্রকাশ হয়েছে গানটির ভিডিও‌।

কাজল আরিফ বলেন, ‘বেশ যত্ন নিয়ে গওেয়ার চেষ্টা করে‌ছি। ছোটবেলা থেকে এই গানটি আমার ভীষণ প্রিয়। নতুন আ‌য়োজ‌নে গানটি নি‌য়ে শ্রোতাদের কাছে হাজির হ‌তে পেরে অনেক ভালো লাগেছে। আশাকরি  সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। অ্যালবামের ‘মেঘে মেঘে’, জানতে ইচ্ছে করে’ ও ‘রাজা’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে বেশ জনপ্রিয়তা পায়।

এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’ ও ‘কসম দিলাম’, ‘বর্ষাবরণ’ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি ‘অজানা পথে’ এবং ‘কেউ নই কারো আপন’ গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়।

কাজল আরিফ লালন সাঁই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর