Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সজল ও নাদিয়ার ‘ইচ্ছে দহন’


২৫ নভেম্বর ২০২০ ১৫:১২

নারী পাচারকে উপজীব্য করে দীপু হাজরা নির্মাণ করেছেন ‘ইচ্ছে দহন’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও সালাহ্ খানম নাদিয়া।

‘ইচ্ছে দহন’ রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। সজল ও নাদিয়া ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।

বিজ্ঞাপন

নাটকটির গল্পে দেখা যায় জামশেদের মূল ব্যবসা নারী পাচার। নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে এসে সেখান থেকে পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইটগার্ডের মেয়ে অন্তরার উপর।

যদিও সে নাইটগার্ডের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। কাবিননামা, বিয়ে সবই ছিলো সাজানো নাটক। বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাক ডাকা ভোরে বাড়ী থেকে পালিয়ে যায়। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ীর উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্নক দূর্ঘটনা।

বিটুএ ভিশন প্রযোজিত ‘ইচ্ছে দহন’ প্রচারিত হবে শুক্রবার রাত ৯টা ৩০মিনিটে এন টিভিতে।

ইচ্ছে দহন নাদিয়া সজল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর