Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতার এড়াতে হাইকোর্টে কঙ্গনা


২৪ নভেম্বর ২০২০ ১৯:১৩

মুম্বাই পুলিশের গ্রেফতার এড়াতে হাইকোর্টের দারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তার বোন রঙ্গোলি চান্দেল। আর তাতে সফলও হয়েছেন তারা। তাদের গ্রেফতারীতে অন্তর্বর্তী স্থগিতাদেশের পাশাপাশি আগামী ৮ জানুয়ারি মুম্বাই পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিল বম্বে হাই কোর্ট।

উল্লেখ্য, দিন কয়েক আগে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও তার বোন রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে বান্দ্রা মেট্রোপলিটন কোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে এই মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়। জানা যায়, মুনওয়ার আলী সায়েদ নামের এক কাস্টিং ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেই মামলার প্রেক্ষিতেই ৩ নভেম্বর তারিখে মুম্বাইতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী ও তার দিদিকে। তবে সেইসময়ে নোটিস পেলেও ভাইয়ের বিয়ের অজুহাত দেখিয়ে মুম্বাই পুলিশকে এড়িয়ে যান কঙ্গনা-রঙ্গোলি। এরপর আরও দুইবার নোটিস পাঠিয়ে ডেকে পাঠানো হয় তাদের। কিন্তু একবারও হাজিরা দেননি তারা। এমন কি নিজে থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ অবধি করেননি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, কঙ্গনা ও রঙ্গোলি দুই বোনই আদালতের দ্বারস্থ হন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিলের জন্য। আদালত তাদের ৮ জানুয়ারি বেলা বারোটা থেকে দুইটার মধ্যে মুম্বাই পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। এদিন আদালতে নিজেদের না আসার কারণ সম্পর্কে কঙ্গনা ও তার দিদি জানান, ওই সময় তাদের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় তাঁরা উপস্থিত হতে পারেননি। জবাবে বিচারপতিরা বলেন, ‘যাই থাকুক না কেন, সমন পাঠালে সেটাকে গুরুত্ব দিতেই হবে।’

বিজ্ঞাপন

এদিকে জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়ার বিরোধিতা করে মুম্বাই পুলিশের আইনজীবী বিচারপতিদের প্রশ্ন করেন, ‘ওরা যদি গ্রেফতারি থেকে সুরক্ষা চান তাহলে ওদের তাড়াতাড়ি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হোক। ওরা কী এমন বিশেষ ব্যক্তি যে, জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে?’

বলিউডের বিতর্কের কেন্দ্রবিন্দু মানেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সরব তিনি। সুশান্তের মৃত্যুতে বলিউডের নেপোটিজম, ফেভারিটজম এবং নানা অন্ধকার দিক তুলে একের পর এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। বিতর্কের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে তার নাম। কিন্তু এই বিতর্কে জড়াতে গিয়ে পড়লেন আইনি বিপাকেও। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। প্রথমে কৃষি বিল সংক্রান্ত, এরপর সাম্প্রদায়িক উসকানির জন্য এবং সম্প্রতি মানহানির মামলা দায়ের করলেন বলিউডের নামী গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতার।

কঙ্গনা রানাওয়াত মুম্বাই পুলিশ রঙ্গোলি চান্দেল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর