মাত্র ১৬ বছর বয়সে ১০ কোটি ফলোয়ার
২৪ নভেম্বর ২০২০ ১৮:৪৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৮:৪৮
এখনও প্রাপ্তবয়স্ক হননি চার্লি ডি’অ্যা্মেলিও। কারণ বয়স মাত্র ১৬। আর এ বয়সেই এ কিশোরীর ফলোয়ার ১০০ মিলিয়ন অর্থ্যাৎ ১০ কোটি। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট শেয়ারিং অ্যাপ ‘টিকটিক’-এ তার একাউন্ট সম্প্রতি এ মাইলফলক অতিক্রম করে।
যুক্তরাষ্ট্রের চার্লি ডি’অ্যামেলিও মাত্র দেড় বছরে এ সফলতা অর্জন করেছেন। আর এ খবরটি এলো এমন সময়ে যখন একটি ইউটিউব ভিডিওতে তার আচরণ নিয়ে সমালোচনা হচ্ছিলো।
এ অর্জনে ফ্যানদের প্রতি নিজের টুইটার আইডিতে কৃতজ্ঞতা জানিয়েছেন চার্লি। তিনি লিখেন, ‘১০০ মিলিয়ন মানুষ আমাকে সাপোর্ট করছে… আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না এটি বাস্তব!’
চার্লি টিকটকে সচরাচর নাচের খুদে ভিডিও পোস্ট করেন। তার পরিচিতি এখন আর যদিও টিকটকে সীমাবদ্ধ নেই। টিকটকের অনুসারীর সংখ্যার বিচারে তিনি হলিউড তারকা উইল স্মিথের দ্বিগুণ, ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসনের তিন গুণ, সেলেনা গোমেজের চার গুণ আর কাইলি জেনার ও আরিয়ানা গ্রানদের পাঁচ গুণ।