Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে মুক্তি পেলেন কমেডিয়ান ভারতী ও তার স্বামী হর্ষ


২৩ নভেম্বর ২০২০ ১৬:০৭

মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। সোমবার (২৩ নভেম্বর) দু’জনেরই জামিন মঞ্জুর করেছে মুম্বাইয়ের আদালত। জানা গেছে, ভারতী এবং হর্ষের কাছ থেকে উদ্ধারকৃত মাদক দ্রব্যের পরিমান খুবই কম হওয়ায় মাত্র ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের দু’জনের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে আগামী কয়েকদিন তাদের বাড়ির নিকটস্থ থানায় গিয়ে নিয়মিত হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, শনিবারই জানা যায়, ভারতী ও হর্ষের বাড়ি ও প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এনসিবির গোয়েন্দারা। তার পরপরই সমন পাঠানো হয় দু’জনকে। এনসিবি কার্যালয়ে পৌঁছতেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। আধিকারিকদের কড়া প্রশ্নের মুখে পড়ে মাদক গ্রহণের কথা স্বীকার করেন ভারতী ও হর্ষ। তারপরই গ্রেপ্তার করা হয় ভারতীকে। আরও কিছু প্রশ্ন-উত্তরের পর ‘হাতকড়া’ পড়ে হর্ষের হাতেও।

বিজ্ঞাপন

এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছিলেন, ভারতী ও হর্ষ শুধু মাদক সেবন করেন, পাচারের সঙ্গে যুক্ত নন। তাদেরকে কিলা কোর্টে পেশ করা হয় রবিবার দুপুরে। সেখানেই বিচারপতি ভারতী ও হর্ষকে বিচার বিভাগীয় পাঠায়। সোমবার (২৩ নভেম্বর) জামিনের আবেদন জানান হিন্দি টেলিভিশনের তারকা দম্পতি। সেই আবেদনের শুনানি হয় দুপুরে। ভারতী ও হর্ষকে সাময়িক স্বস্তি দিয়ে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত।

কমেডিয়ান ভারতী সিং বলিউডে মাদক যোগ হর্ষ লিম্বাচিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর