Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়ক ফারুকের স্ত্রী-কন্যাও করোনা পজেটিভ


২৩ নভেম্বর ২০২০ ১৫:৪৭

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুক কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার তার স্ত্রী  ফারহানা পাঠান ও মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসীর করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। তবে তাদের কারোই শরীরে বড়সড় কোন লক্ষণ নেই।

তিনজনেরই আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) আবার করোনা পরীক্ষা করা হবে। ফারুকের পরিবার আশা করছে ওইদিন সবার করোনা নেগেটিভ আসবে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নায়ক ফারুক।

বিজ্ঞাপন

গত ১৫ নভেম্বর নায়ক ফারুকের কোভিড-১৯ পরীক্ষার ফল পজেটিভ আসে। তার স্ত্রী ফারহানা পাঠান জানান, জ্বর ও কাশি থাকায় নভেম্বরের প্রথম সপ্তাহে ফারুকের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তখন ফল নেগেটিভ আসে। এর তিনি ৯ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করেন। এরপর দিন থেকে আবার জ্বর আসে। পরবর্তীতে পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে।

এর আগে গত ১৮ আগস্ট তীব্র জ্বর নিয়ে প্রথমে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন ফারুক। এরপর আরও কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়ে শেষ পর্যন্ত দেশ থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হয় তাকে।

১৩ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেধ ভর্তি হন। সেখানে তার যক্ষ্মা ধরা পড়ে। দেড় মাস চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি সম্প্রতি দেশে ফিরেন। দেশে ফেরার পর থেকে বাসায় চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের মানুষদের সঙ্গে নিয়মিত দেখাশোনা করে আসছিলেন তিনি।

করোনা পজেটিভ ফারুক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর