Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নবাব এলএলবি’র গান ১৩ মহিয়সী নারীকে উৎসর্গ


২২ নভেম্বর ২০২০ ২০:৪৪ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৫

এর আগে ‘নবাব এলএলবি’র টাইটেল গানের টিজার মুক্তি পেয়েছিল। তখন প্রশংসিত হয়েছিল গানটি। রোববার (২২ নভেম্বর) পুরো গানটি ছাড়া হয়েছে। সে গানটি ১৩জন মহিয়সী নারীকে উৎসর্গ করা হয়েছে।

যে ১৩ জনকে উৎসর্গ করা হয়েছে গানটি তারা হলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কবি সুফিয়া কামাল, বেগম সম্পাদক নুরজাহান বেগম, প্রীতিলতা, সেলিনা হোসেন, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্রিকেটার সালমা খাতুন, ফেরদৌসী প্রিয়ভাষিণী, এভারেস্টজয়ী নিশাত মজুমদার, রাবেয়া খাতুন, রমা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি।

বিজ্ঞাপন

গানটির কথা লিখেছেন মাহমুদ হাসান তবীব। কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত। সুর করেছেন দোলান মৈনাক। শাকিব খান অভিনীত এই সিনেমার গানটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

টাইটেল গান নবাব এলএলবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর