Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ নভেম্বর আপিল করছে প্রযোজক সমিতি


২২ নভেম্বর ২০২০ ১৮:৩০

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বর্তমান কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।  এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে সারাবাংলাকে জানিয়েছিলেন সদ্য সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি রবিবার (২২ নভেম্বর) জানালেন সোমবার (২৩ নভেম্বর) তারা মন্ত্রণালয়ে আপিল জমা দিবেন।

রবিবার বিকেলে খসরু সারাবাংলাকে বলেন, ‘আমরা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। এ আদেশ ঠিক না। কারণ হাইকোর্ট থেকে যে মামলার কথা বলা হচ্ছে সে মামলা সমাধান হয়েছিল। সেটি ২০১৪ সালের দিকে করা হয়েছিল। আর আদালত নিষেধাজ্ঞা দিয়েছিল ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনের ব্যাপারে। আর আমরা নির্বাচিত হয়েছি ২০১৯-২১ মেয়াদে।’

বিজ্ঞাপন

কিন্তু আপনাদের নীতিমালা অনুযায়ী তো পরপর তিনবার নির্বাচন করা যায় না, মন্ত্রণালয় বলছে।

‘আমাদের নীতিমালা ২০১৮ সালের জুলাই মাসে পরিবর্তন করা হয়েছে। তারিখটি সম্ভবত ২৩ জুলাই। সরকারী গেজেটের মাধ্যমে এ পরিবর্তনের কথা বলা হয়েছে। সেখানে দুবারের বেশি নির্বাচন করতে না পারার নিয়মটি উঠিয়ে দেওয়া হয়। যার ফলেই কিন্তু আমরা নির্বাচন করতে পেরেছি’—বলেন খসরু।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের পাঁচজন কর্মকর্তা কিন্তু ২০১৯ সালে আমাদের নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন। তারা নিশ্চয় কোন অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করেননি।

‘পুরো ব্যাপারটাই একটা মিস ইন্টারপিটেশন। আর কিছু না। আমরা আশা করছি মন্ত্রণালয় বিষয়টি বুঝবে।’

তবে আপিলসহ নিষেধাজ্ঞা ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বর্তমান কমিটি অবৈধ, এই মর্মে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লিখিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ে। তার অভিযোগের প্রেক্ষিত তদন্ত করে মন্ত্রণালয়। অভিযোগের সত্যতা পাওয়ায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার (১৬ নভেম্বর) এ আদেশ জারি করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হককে প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে।

মন্ত্রণালয় তার আদেশে কমিটি বাতিলের কারণ হিসেবে বলেছে, ২০১৯-২১ মেয়াদে সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে খোরশেদ আলম খসরু, শরিফ উদ্দিন খান দিপু, সামসুল আলম ও মনতাজুর রহমান আকবর প্রতিদ্বন্দ্বিতা করতে পারার কথা না। কারণ তাদের বিরুদ্ধে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে একটি মামলা হাইকোর্টে চলমান রয়েছে। ফলে হাইকোর্টের আদেশ এবং কমিটির বিধি লংঘিত হয়েছে।

নিয়ম অনুযায়ী প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করবেন।

খোরশেদ আলম খসরু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর