Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’


২২ নভেম্বর ২০২০ ১৫:২৩

তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে” চলচ্চিত্রটি ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অমন্ত্রিত হয়েছে। আগামী বছরের ১৬ থেকে ২৪ জানুয়ারী ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আয়োজনটি। সেখানকার ‘প্যানোরমা বিভাগ’-এ ছবিটি প্রদর্শিত হবে।

একজন ত্যাগী বামপন্থী নেতার কাহিনী নিয়ে নির্মিত ছবিটি সরকারী অনুদানে নির্মিত।

সোয়া দুই ঘন্টা দৈর্ঘ্যরে ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান। সম্পাদনায় ছিলেন মহাদেব শী। শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ। আবহসঙ্গীতে সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার প্রমুখ।

পরিচালক জানিয়েছেন বর্তমানে ছবিটি সেন্সর বোর্ডে জমা রয়েছে। আগামী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

তানভীর মোকাম্মেল রূপসা নদীর বাঁকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর